প্রায় ৪০টি হাতির দল তিস্তা নদীর চড়ে ঘুরে বেড়াচ্ছে

নিজস্ব প্রতিবেদক:- গজলডোবার লোকালয়ে হাতির দল। প্রায় ৪০টি হাতির একটি দল সন্তান সহ গজলডোবা ১২ নম্বর সেকশনে দাঁড়িয়ে। ঘুরতে আসা পর্যটকদের কাছে একসঙ্গে এত বড় হাতির পাল দেখা অবশ্যই বাড়তি পাওনা।বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান, সন্তান-সহ প্রায় ৪০টি হাতির দল তিস্তা নদীর চড়ে ঘুরে বেড়াচ্ছে। লোকালয়ে এই বড় হাতির দল দেখে খুশি পর্যটক থেকে সাধারণ মানুষ। স্থানীয়দের মতে, বৈকুন্ঠপুরের জঙ্গল থেকে এই হাতির দলটি লোকালয়ে এসে পড়েছে। নদীর চড়ে নিজের খেয়ালে ঘুরে বেড়াচ্ছে ওই হাতিগুলি। এই দৃশ্য দেখতে স্থানীয় বাসিন্দারা ভিড় জমান নদীর চড়ে। ভিড় বেড়েছে পর্যটকদেরও।অন্যান্য বছরেও এই সময়ে হাতির দেখা মেলে এই এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানান, তবে একসঙ্গে এতগুলি হাতি আগে কখনও দেখা যায়নি। হাতি দেখে স্থানীয়রা খুশি হলেও আতঙ্কও তাড়া করছে তাঁদের। সন্ধ্যা নামতেই হাতিগুলি জঙ্গলে না গিয়ে গ্রামে ঢুকে পড়লে বিপদ বাড়তে পারে৷ যদিও হাতিরগুলির উপর নজর রাখছেন বনকর্মীরা৷