|
---|
মালদা- বৌমার চিকিৎসা করাতে এসে অস্বাভাবিক মৃত্যু হল এক ব্যক্তির। রবিবার ঘটনাটি ঘটেছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পৌর প্রতীক্ষালয়ে। প্রতীক্ষালয়ের শৌচাগার থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির নাম কমল বালা (৫৫)। তার বাড়ি বামনগোলা থানার গঙ্গাপ্রসাদ এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই ব্যক্তির বৌমা ভর্তি ছিলেন। তাকেই দেখাশোনা করছিলেন তার শ্বশুর। হাসপাতাল লাগোয়া পৌর প্রতীক্ষালয়ে ছিলেন তিনি। সেখানেই বাথরুমে গেলে তার মৃত্যু হয় বলে অনুমান। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ওই ব্যক্তির কি করে মৃত্যু হল তার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।