পাইকর থানা পুলিশের হাতে গ্রেফতার তিন নকল আই পি এস অফিসার

 

    মোঃ রিপন, বীরভূম

    বীরভূম জেলার পাইকর থানার পুলিশ কর্তাদের ফের বড়োসড়ো সাফল্য| এবার পুলিশের হাতে ধরা পড়ল কোন চোর ডাকাত নয় স্বয়ং তিন নকল আই পি এস অফিসার|পাইকর থানার চৈতি গ্রামে ওই তিনজন পুলিশের নীল বাতি যুক্ত গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিল|চৈতি গ্রামের মানুষদের সেটা দেখে সন্দেহ হয় তারা পাইকর থানায় সেটা জানায়| পাইকর থানার পুলিশ তৎক্ষণাৎ তদন্তে নামে এবং তাদের নিজেদের হেফাজতে নেন| এক পুলিশ কর্তা জানান তাদেরকে গ্রেপ্তার করার সময় তাদের হাবভাব এবং ধমকি দেখে যে কোনো মানুষই ভিমড়ি খেয়ে যাবে|নকল আইপিএস দের দাবি ছিল ওদেরকে গ্রেপ্তার করলে নাকি সমস্ত পুলিশ ও স্টাফদের চাকরি খেয়ে নেবে কথাটা হাস্যকর হলেও এটাই ঘটেছিল সেদিন|অভিযুক্ত ওই তিন নকল আই পি এস এর নাম পিন্টু শেখ যার আইডেন্টি কার্ডে লেখা ছিল পিন্টু কেসরী তিনি নিজেকে আসানসোল এলাকার আই পি এস অফিসার বলে জাহির করতেন| অন্যদিকে আরো একজন আলী আকবর তার বাড়ি দক্ষিণ 24 পরগনা ও তৃতীয় জন বীরভূম জেলা নলহাটি থানার সেরফুল শেখ উনি গাড়ির ড্রাইভার সেজেছিলেন| ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়| তবে এখনো অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কিভাবে ওই ধৃতরা নীল বাতি যুক্ত পুলিশের গাড়ি পেল? কী ছিল তাদের উদ্দেশ্য? লোকসভা ভোটের আগে কেনই বা তারা বীরভূমে এসে নেমেছিল?