|
---|
শিলিগুড়ি: ভোটের আগে শিলিগুড়ির প্রচারের দায়িত্বে পাপিয়া ঘোষ।যেহেতু গৌতম দেব বা রঞ্জন সরকার যথাক্রমে পনেরো এবং তেত্রিশ নং ওয়ার্ডের প্রার্থী সেহেতু তাদের পক্ষে প্রতিটি ওয়ার্ডে প্রচারে যাওয়া সম্ভব হচ্ছে না,তাই রাজ্যের নির্দেশে প্রতিটি ওয়ার্ডেই প্রহরীর মত ঘুরে বেড়াচ্ছেন পাপিয়া ঘোষ।নিজে কোভিড বিধি মেনেই প্রতিটি ওয়ার্ডের প্রার্থীদের জেতাবার আর্জী নিয়ে ঘুরছেন।মানুষকে বোঝাচ্ছেন যে শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী কি কি করবেন শিলিগুড়ি পুরসভা যদি তৃণমূল কংগ্রেস গঠন করে।পাপিয়া ঘোষ এসে শিলিগুড়ির আবহওয়া পরিবর্তন করতে পারলেন কিনা সময়ই বলবে,তবে অনেকেই বলছেন এই মহিলা কিছুটা হলেও শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেসের হাওয়াকে একটা স্থিরতা দিতে পেরেছেন।যেটা গৌতমদেব কিংবা রঞ্জন সরকার কেউই করে উঠতে পারছিলেন না।
পাপিয়া ঘোষ ভালোভাবেই জানেন যদি শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় না আসতে পারে তবে তার জায়গাও টলমল হয়ে যাবে।তাই নিজের কথা না ভেবে তৃণমূল কংগ্রেসকে জেতাতে উঠেপড়ে লেগেছেন পাপিয়া ঘোষ।তিনি আরো জানালেন আমি চেষ্টা করছি যতটুকু পারা যায়,তবে সবকিছুই মানুষের উপরে নির্ভর করছে তারা শিলিগুড়িতে ঠিক কি চায়।আমি সবাইকে বলেছি এক হয়ে কাজ করতে যাতে শিলিগুড়িতে বোর্ডটা তৃণমূল কংগ্রেস দখলে রাখতে পারে।চিরকাল অন্য রাস্তায় চলা শিলিগুড়িকে কি তৃণমূল নিজের হাতে নিতে পারবে সেটা আপাতত সময়ই বলবে।আর তা যদি হয় তার কৃতিত্ব যাবে পাপিয়া ঘোষের উপরেই সে নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই।