পারাজ মেলায় চারদিন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন

আজিজুর রহমান, গলসি : গলসি ১ নং ব্লকের পারাজে উদ্বোধন হল পারাজ গ্রামীন ও স্বাস্থ্য মেলা। ২৩ বছর পূর্বে হজরত চার আওলিয়া বাবার উরশ উপলক্ষে ওই মেলার সুচনা হয়। যা ধারাবাহিক ভাবে চালিয়ে আসছেন মেলা কমিটি। এদিন প্রদীপ পোজ্জলন ও ফিতে কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এলাকার বিধায়ক নেপাল ঘরুই, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি মহম্মদ আসরফ উদ্দিন ও জেলা তৃণমূলের সহ সভাপতি মহম্মদ জাকির হোসেন। এরপরই মঞ্চে উদ্বোধনী সঙ্গীত ও দেশত্ববোধক নৃত্য পরিবেশন করে দিনটিকে আনন্দ মুখর করে তোলা হয়। পাশাপাশি অনুষ্ঠান মঞ্চ থেকে এলাকার তিনশো দুস্থ মানুষকে কম্বল, ২০ জন দুস্থ  স্কুল পড়ুয়াদের বই ও এলাকার খুদেদের খেলায় উদ্বুদ্ধ করতে ফুটবল বিতরন করা হয়। জানা গেছে, বিভিন্ন কর্মসুচীর পাশাপাশি ওই মেলায় চারদিন বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করছেন মেলা কমিটি। উপস্থিতি ছিলেন, পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী, পারাজ হিতলাল বানী মন্দিরের প্রধান শিক্ষক, শ্যামাপ্রসাদ জালাল, পারাজ হাই মাদ্রাসার প্রধান শিক্ষক সদরুল হক মল্লিক, এলাকার ক্রিয়া শিক্ষক সেখ ফিরোজ আহম্মেদ, ক্রিড়া অনুরাগী কাজল চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবী হাজী মহবুবুল হক সহ এলাকার পঞ্চায়েত প্রধানরা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন পারাজ হাই মাদ্রাসার শিক্ষক, আলি হোসেন মিদ্দা। এদিন মঞ্চে পারাজ যুব সংঘ ও পাঠাগারের পক্ষ থেকে মেলা কমিটিকে দশ হাজার টাকার আর্থিক অনুদান দেওয়া হয়। জানা গেছে, পাঁচদিন ধরে গোটা মেলা পরিচালনা করবেন মেলা কমিটি সহ পারাজ যুব সংঘ ও পাঠাগারের সদস্যরা ও গ্রামবাসীবৃন্দরা।