পাত্রসায়ের ব্লকের মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার অফিসের উদ্বোধন ও আলোচনা সভা

নিজস্ব সংবাদদাতা, ইন্দাস : ২৭ জুলাই,সোমবার, বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের ফকিরডাঙা কর্মতীর্থে ব্লকের মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার অফিসের উদ্বোধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। পাত্রসায়ের ব্লক মুসলিম ম্যারেজ রেজিস্ট্রারের উদ্যোগে অনুষ্ঠান টি শুরু হয়। সভায় উপস্থিত বাঁকুড়া জেলা হাজী ফাউন্ডেশনের সভাপতি সেখ আজফার হোসেন তিনি তাঁর উদ্বোধনী ভাষণে বলেন, পাত্রসায়ের ব্লকে এর আগে কোন সরকারি মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার ছিলো না, ফলে আমাদের অনেক অসুবিধার মধ্যে পড়তে হতো। শুধু ব্লক নয় পুরো জেলায় খুব কম সংখ্যক মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার ছিলেন। তাই ব্লকে একজন মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার নিযুক্ত হওয়ায় ভালো হলো। এতে এলাকার সংখ্যালঘু মুসলিমরা উপকৃত হবেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্যা মুর্শিদা বেগম, পাত্রসায়ের ব্লকের মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার কাজী মুজাম্মেল হক,ওন্দা ব্লক মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার আনোয়ার রাজা খাঁন, বাঁকুড়া সদর মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার মহাম্মদ জিয়াউদ্দিন খাঁন,রায়না ব্লক মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার সেখ মহাম্মদ ফারুক সহ বিশিষ্ট জন। এছাড়াও এদিনের আলোচনা সভায় এলাকার কয়েকশো মানুষ উপস্থিত হয়ে ছিলেন।