|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: মুর্শিদাবাদের জলঙ্গী বিধানসভায় সোশ্যাল মিডিয়ার মাধমে এবং বিভিন্ন মাধমে যে উস্কানিমূলক কথা বার্তার জন্য এবং ভুল তথ্য দিয়ে এলাকার মানুষকে যারা বিভ্রান্তে ফেলছে, যারা হিন্দু মুসলিস একটা দাঙ্গা লাগানোর চেষ্টা চালাচ্ছে সেই সকল মানুষকে চিহ্নিত করার জন্য এবং এলাকায় শান্তি ফিরিয়ে আনার জন্য জলঙ্গী অনুষ্ঠান বাড়িতে প্রশাসনের উদ্যোগে DSP SK SAMSUddin, Ci প্রসেন khan, BDO শোভন দাস, বিধায়ক আব্দুর রাজ্জাক ও Oc বিশ্বজিৎ হালদার এবং এলাকার বিশিষ্ট জনসাধারণকে নিয়ে একটি শান্তি মিটিং এর আয়োজন করা হয়েছিল।
সেখানে এলাকার সাধারণ মানুষকে শান্তির বার্তা দিলেন এবং গুজবে কান না দিয়ে যারা গুজব ছড়াচ্ছে তাঁদের আইডেন্টিফাই করে পুলিশের হাতে তুলে দোবার আহব্বান করলেন dsp sk samsuddin।
ঘন্টা খানেক মিটিং শেষে 19 জনের একটা শান্তি কমিটি গঠন করা হয়।
শান্তি কমিটি মূলত এলাকার গুজব ছড়িয়ে যারা বিবাদ লাগাচ্ছে শুধু তাদেরই ধরতে সাহায্য করবেনা তারা এলাকার সাধারণ মানুষকে বোঝাবে এবং Covid সিচুএসানে সতর্ক থাকার বার্তা দেবে।