সরকারি নিয়ম ভঙ্গ করে মুখে মাক্স ছাড়াই রাস্তায় মানুষ, কঠোর হলো চাঁচল পুলিশ

উজির আলী,নতুনগতি,চাঁচল: ২৮ মে
সরকারি নিয়ম অনুসারে মুখে মাক্স পড়া বাধ্যতামূলক। কিন্তু মুখে মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন বহু সংখ্যক মানুষ আর সেই সব মানুষদের হুশ ফেরাতে তৎপর হল মালদহের চাঁচল থানার পুলিশ প্রশাসন।
বৃহস্পতিবার চাঁচল শহরজুড়ে অভিযানে নামে চাঁচল থানার পুলিশ লকডাউন ভুলে গিয়ে যারা মুখে মাক্স ছাড়া ঘুরে বেড়াচ্ছেন তাদের প্রতি কড়া হল চাঁচল পুলিশ। এত প্রচার মাইকিং করার সত্ত্বেও লকডাউন কে বুড়ো আঙ্গুল দেখিয়ে অনেকে মুখে মাস্ক না পড়েই ঘুরে বেড়াচ্ছেন রাস্তায়। আর সেই সব মানুষদের হুশ ফেরাতে বৃহস্পতিবার চাঁচোল শান্তি মোড়ে পুলিশের মৃদু লাঠিচার্জ করতে দেখা যায় এদিন। এদিকে মালদহ জেলায় হু-হু করে বাড়ছে করোনা আক্রান্তদের সংখ্যা। জেলায় করোনা আক্রান্তদের সংখ্যা দিনের দিন বেড়েই চলেছে তাতে উদ্বেগে সাধারণ মানুষ থেকে প্রশাসনিক কর্তারাও।

    আর এদিকে চাঁচলে মুখে মাক্স ছাড়া রাস্তায় বেরিয়ে পড়েছেন বহু সংখ্যক মানুষ। পুলিশের তরফে জানা গিয়েছে যারা বিনা মাস্কে রাস্তায় চলাচল করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যারা নিয়ম মানবে না তাদের বিরুদ্ধে পুলিশ মামলা রুজু করবে।