|
---|
উজির আলী,নতুনগতি,চাঁচল: ২৮ মে
আমাদের খবরের জেরে ত্রান পেল দুর্গতরা। উল্লেখ্য মঙ্গলবার রাতে ঘূর্ণিঝড়ে মালদহের চাঁচল ১ নং ব্লকের খরবা জিপির দোগাছ গ্রামে দৃষ্টিহীন ফারুক হোসেন বাড়ির ছাউনে উড়ে যায়। পাশাপাশি ভগবানপুর জিপির রামদেবপুরেও রহিম সেখের ছাউনি উড়ে যায়। দুর্গতদের খবর প্রকাশ হতেই সাহায্যেএর হাত বাড়িয়ে দিয়েছেন বিজেপির ১১ নং জেলাপরিষদ সংখ্যালঘুর যুব মোর্চার মন্ডল সভাপতি আব্দুল কাইয়ুম ওরফে টুটুল। তিনি বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত বাড়ি গুলিতে এক সপ্তাহের খাদ্য সামগ্রী ও একটি তিরপাল পৌঁছে দিয়েছেন। এই দুঃসময়ে মানুষের পাশে দাড়ানো একটা নৈতিক কর্তব্য বলে মনে করেছেন ওই বিজেপি নেতা। দুস্থদের পাশে এইভাবেই পাশে থাকবে বলে জানিয়েছেন তিনি। এদিন ত্রান পেয়ে মৃদু হাসি ফুটেছে দৃষ্টিহীন ফারুক হোসেনের স্ত্রী নারগিস বিবির।