|
---|
মোথাবাড়ির ছোট মহদীপুরে কাঠ কারখানায় ভয়াবহ আগুন , ঘটনার অনুসন্ধান করছে পুলিশ
মোথাবাড়ি : মোথাবাড়ির ছোট মহদিপুর এলাকায় শুক্রবার গভীর রাত্রে কাঠের কারখানায় ভয়াবহ আগুন লেগে পুড়ে ছাই কারখানার সমস্ত কাঠ ।
ওই কাঠ কারখানার মালিক আব্দুল বারেক এর অভিযোগ করে বলেন, আমার কারখানার জানালা ভেঙে পেট্রোল ছিটিয়ে কে বা কারা ব্যবসা জনিত পুরোনো শত্রুতার জেরে
আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন। এই ভয়াবহ ঘটনা কিভাবে ঘটল তা তদন্ত করার জন্য মোথাবাড়ি থানা তে একটি লিখিত অভিযোগ দায়ের করবে বলে জানিয়েছেন ওই কারখানার মালিক । পুলিশ ওই ঘটনার তদন্তে নেমেছে।
পুলিশ জানান, মোথাবাড়ির ছোট মহদিপুরে একটি কাঠ কারখানায় আগুন লাগার খবর পাওয়া গেছে। সেই ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।