|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: মে মাসের প্রথম সপ্তাহে জার্মানি, ডেনমার্ক ও ফ্রান্স সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পুতিনের পাশে দাঁড়াবার জন্য চাপ বাড়ছে নয়াদিল্লির উপরে আর সেই কারণেই এই সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
তবে এই সফরের আগেই আরও দুই রাষ্ট্রনেতার সঙ্গেও সাক্ষাৎ হবে তাঁর – ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভ্যান ডের লিয়েন। ইউরোপীয় ইউনিয়ন ভারতের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ভারত কোনও ভাবেই চাইছেন না, ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়াকে সমর্থনের কোনও রকম প্রভাব সেই সম্পর্কে পড়ুক। এ ছাড়াও চলতি বছরেই বৈঠক করতে পারেন মোদি ও পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।