|
---|
জাকির হোসেন সেখ, আজ ২৮ জুন শুক্রবার বিকেল ৩টে থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর, জেলা জনশিক্ষা প্রসার দপ্তর এবং জেলা গ্রন্থাগার দপ্তরের যৌথ উদ্যোগে বিষ্ণুপুর থানার বিদ্যানগরের জেলা গ্রন্থাগার ভবনে উদযাপিত হল ১৪২৬ কবি প্রণাম। অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ও গান্ধীজি শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি সামিমা সেখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) শ্রী সাগর চক্রবর্তী, জেলা গ্রন্থাগার আধিকারিক ড.বাপন কুমার মাইতি, জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক শ্রী সুচাঁদ চট্টোপাধ্যায় এবং জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক লিপিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।