|
---|
নিজস্ব প্রতিনিধি, নতুন গতি, নদীয়া: তোলা আদায় করতে গিয়ে জনতার তাড়া খেয়ে ঝোপের মধ্যে পড়ে রয়েছেন এক পুলিশকর্মী। তাঁকে ঘিরে রয়েছে স্থানীয় লোকজন। প্রাণ বাঁচাতে ঝোপের মধ্যে আরও ঢুকে গেলেন ওই পুলিশকর্মী। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে নবদ্বীপের গৌরনগর এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে নবদ্বীপের গৌরাঙ্গ সেতু ও গৌরনগর মোড়ের মাঝে কৃষ্ণনগর-নবদ্বীপ রাজ্য সড়কে লরির ধাক্কায় মৃত্যু হয় ঝন্টু মণ্ডল (২০) নামে এক যুবক। সেই খবর ছড়িয়ে পড়লে রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। নবদ্বীপ থানার পুলিশ অবরোধ তুলতে যায়। তখনই উত্তেজিত জনতা তাদের তাড়া করে। তাড়া খেয়ে পালানোর সময় এক পুলিশকর্মী রাস্তার পাশে এক ঝোপের মধ্যে পড়ে যান বলে দাবি স্থানীয়দের। এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে গৌরাঙ্গ সেতুর মুখে পুলিশ প্রায়ই গাড়ি থেকে ‘তোলা’ আদায় করে। পুলিশের হাত থেকে বাঁচতে ওই জায়গায় চালকেরা গতি বাড়িয়ে দেন। অভিযোগ, এ দিনও তেমনই এক বালি বোঝাই লরি আচমকা গতি বাড়িয়ে পালাচ্ছিল। পিছনে পুলিশও তাড়া করে। পালাতে গিয়ে লরিটি সাইকেল আরোহী ওই যুবককে ধাক্কা দেয় যদিও পুলিশের দাবি, বালি বোঝাই লরিটি ‘ওভারলোড’ ছিল। দাঁড়াতে বললেও চালক লরি না থামিয়ে উল্টে গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করেন। তখনই ওই দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, এ দিন সকালে ওই যুবক সাইকেলে চেপে পেয়ারা কিনতে যাচ্ছিলেন। সে সময় একটি বালি বোঝাই লরি তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের এর পরেই উত্তেজিত জনতা ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী শেষে পুলিশ এবং পুরপ্রধানের থেকে পথ নিরাপত্তার আশ্বাস পেয়ে জনতা অবরোধ তুলে নেয় পড়ে যান চলাচল স্বাভাবিক হয়।