বিষমদে মৃত্যুর ঘটনায় হোটেল মালিক গণেশ পাসোয়ানকে গ্রেফতার করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক:- বর্ধমানে বিষমদে মৃত্যুর ঘটনায় হোটেল মালিক গণেশ পাসোয়ানকে গ্রেফতার করল পুলিশ। তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ এনেছে পুলিশ। ওই ঘটনায় এখনো পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। এর জেরে সোমবারও বর্ধমান শহরে বন্ধ ছিল সমস্ত মদের দোকান।বর্ধমান শহরের কলেজ মোড়ের মা তারা হোটেলের মালিক গণেশের বিরুদ্ধে অভিযোগ বেআইনিভাবে মদ বিক্রি করছিলেন তিনি। তাঁর হোটেল থেকে মদ খেয়ে বৃহস্পতিবার রাতে অসুস্থ হয়ে পড়েন অনেকে। রাতে মৃত্যু হয় ২ জনের। শুক্রবার সকালে আরও ২ জনের মৃত্যু হয়। তার পর আরও ২ জনের মৃত্যু হয়েছে বলে পরিবারের তরফে জানানো হয়েছে।ঘটনার তদন্তে নেমে শহরের একাধিক হোটেলে তল্লাশি চালায় পুলিশ ও আবগারি দফতর। সেখান থেকে উদ্ধার হয়েছে মদের বোতল। এর পর জানা যায় মা তারা হোটেল থেকে মদ খেয়েছিলেন মৃত ব্যক্তিরা। সঙ্গে সঙ্গে হোটেল বন্ধ করে মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুলিশ। মঙ্গলবার তাঁকে গ্রেফতার করেন তদন্তকারীরা।প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বোতলবন্দি দেশি মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন বেশ কয়েকজন। এর পরই মদের বোতল উদ্ধার করে ব্যাচ নম্বর পরীক্ষা করতে পাঠানো হয়। কিন্তু তাতে কোনও গরমিল পাওয়া যায়নি। এর পর বর্ধমান শহরের সমস্ত মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় আবগারি দফতর। দোকানের মেঝে ও দেওয়াল থেকে মদের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে ফরেন্সিক পরীক্ষায়।