বেশ কিছু মোবাইল ফোন উদ্ধার করে আসল মালিকদের হাতে তুলে দিলো বাঁকড়া ফাঁড়ির পুলিশ।

বাঁকড়া: গত এক মাসে বিভিন্ন ঘটনায় চুরি হওয়া কিংবা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে সেগুলো যাচাইয়ের পর প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হলো।

    হাওড়া সিটি পুলিশের ফিরে পাওয়া প্রকল্পের অধীন এই কর্মসূচির মাধ্যমে হাওড়ার বাঁকড়া ফাঁড়ির উদ্যোগে এই সমস্ত ফোন এদিন তুলে দেওয়া হয়।

    শুক্রবার দুপুরে বাঁকড়া ফাঁড়ি পুলিশ আউট পোস্টের নবনির্মিত ভবনের সূচনাপর্বে এদিন এই কর্মসূচি নেওয়া হয়। হাওড়া সিটি পুলিশের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার (দক্ষিণ-১) অতীশ বিশ্বাস সহ ডোমজুড় থানার আইসি শুভ্রজিৎ মজুমদার এবং বাঁকড়া ফাঁড়ির ওসি অংশুমান চক্রবর্তী ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    মূলত রাস্তায় বেরিয়ে ফোন হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়ার মতো ঘটনা আকচারই ঘটে থাকে।

    এইসব ফোন উদ্ধার করে যাচাইয়ের পর সেই ফোনগুলো পুলিশের তরফ থেকে এদিন তাদের আসল মালিকদের হাতে তুলে দেওয়া হয়। উল্লেখ্য, হাওড়া সিটি পুলিশের অধীন বিভিন্ন থানাতেই বছরভর ফিরে পাওয়া প্রকল্পের অধীনে এরকম উদ্যোগ নেওয়া হয়ে থাকে। মিসিং ফোন উদ্ধার করে আসল মালিকদের হাতে সেগুলো তুলে দেওয়া হয়।