কর্মী সম্মেলনে প্রাক্তন সংখ্যালঘু মন্ত্রী তথা বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লার হাত ধরে উস্থি তৃণমূল কার্যালয়ে বিরোধী দল থেকে তৃণমূলে যোগ দিল প্রায় দুইশত পঞ্চাশ জন সমর্থক

বাইজিদ মন্ডল উস্থি: সামনে পৌরসভা নির্বাচন তারই পর পরে পঞ্চায়েত নির্বাচন, যতই এগিয়ে আসছে ততই বিরোধী দলে ভাঙ্গন অব্রাহত I এদিন প্রাক্তন সংখ্যালঘু মন্ত্রী তথা মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লার উদ্যোগে উস্থি তৃণমূল কার্যালয়ে কর্মী সম্মেলনের পাশাপাশি যোগদন মেলার আয়োজন করা হয় ।

    এই যোগদান মেলায় বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লার হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নেয় অন্যান্য দল থেকে আসা প্রায় দুইশত পঞ্চাশ জন সদস্যরা । উক্ত কর্মী সম্মেলন ও যোগদান সভাতে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মুজিবর রহমান মোল্লা,জেলা পরিষদ সদস্যা তন্দ্রা পুরকাইত,পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মানবেন্দ্র মন্ডল সহ অন্যান্য সকল কর্মী থেকে শুরু করে অনান্য সদস্যরা I

    গিয়াস উদ্দিন মোল্লা জানিয়েছেন বিজেপির নেতারা নানা দুষ্কর্মের সঙ্গে জড়িয়ে পড়ছে সেই কারণে ভালো লোকেরা বিজেপি থেকে দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে । আজ প্রায় দুইশতাধিক জন কর্মী নানা দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আগামী আরো বড় চমক রয়েছে।বিরোধী দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান কারিদের মধ্যে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে আমরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি । বিজেপি ক্ষমতায় থেকে মানুষ কে শুধু অজুহাত দেয়। অজুহাত দিলে তো হবেনা কর্ম করতে হবে,আমরা সেই কারণে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম ।