ধানের তুষের আড়ালে গরু পাচার রুখে দিল পুলিশ

জলপাইগুড়ি: ধানের তুষের আড়ালে গরু পাচার রুখে দিল পুলিশ । ঘটনাটি জলপাইগুড়ি জেলার ক্রান্তি পুলিশ ফাঁড়ি এলাকায় ।পুলিশের হাতে ধরা পড়ে যায় গরু পাচারকারীরা।তারা সকালে যখন একটি দোকানে বসে চা খাচ্ছিল তখনই তাদের আটক করে পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গেছে , আজ সকালে রাস্তায় নজরদারি চালাবার সময় একটি পিকআপ ভ্যান কে থামিয়ে তল্লাশি করলে এই ঘটনা সামনে আসে । ধানের তুষের বস্তার পেছনে দশটি গরুকে লুকিয়ে নিয়ে পাচারের চেষ্টা করছিল অভিযুক্তরা । তবে পুলিশ চেকিং এ দাঁড়ানোর সময় চালক পালিয়ে যায় বলে ক্রান্তি পুলিশ ফাঁড়ি ওসি পি সি হারাধন দাস জানিয়েছেন ।তাদেরকে জেরা করে জানতে পারা গেছে তারা ওই আটকে রাখা গরুগুলিকে বিহার বর্ডার দিয়ে বাইরে পাচার করবার চেষ্টা করছিল।তারা এও জানিয়েছে এর আগেও তারা অনেকবার এই অঞ্চল দিয়ে বাইরে গরু পাচার করেছিল।