|
---|
বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার: সব জল্পনার শেষ ঘোষিত হয়েছে ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস ও ভাইস চেয়ারম্যান রাজশ্রী দাস পাশাপাশি সেই মত বৃহস্পতিবার বৈকালে এদিন ডায়মন্ড হারবার মেঘনা ভবনে শপথ নিলেন তৃণমূলের 16 জন কাউন্সিলর I
এদিন শপথ বাক্য পাঠ করান মহকুমা শাসক সুকান্ত সাহা মহাশয়। এদিন ডায়মন্ড হারবার পৌরসভার 16 জন কাউন্সিলর শপথ নেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিপিও মীতুন কুমার দে,মহকুমা শাসক সুকান্ত সাহা,টাউন তৃনমূল যুব সভাপতি সৌমেন তরফদার, ব্লক ২ তৃণমূলের সভাপতি অরুমোয় গায়েন,টিউন তৃনমূল কংগ্রেসের সভাপতি অমিত সাহা, তৃণমূলের মহিলা নেত্রী মনমহিনি বিশ্বাস, উমাপদ পুরকাইত সহ অন্যান্য আধিকারিক এছাড়া উপস্থিত ছিলেন নেতাকর্মীরা।
এদিন চেয়ারম্যান প্রণব দাস বলেন চেয়ারম্যান হিসেবে আমার প্রথম কাজ হবে ডায়মন্ড হারবার উন্নয়ন। সেইসঙ্গে সকল পুরসভার বাসিন্দাদের সঠিক পরিষেবা দিতে পারি এবং শহরের যে সকল কাজ বাকি আছে সেগুলো সমাপ্ত করা।
অন্যদিকে ডায়মন্ড হারবার পৌরসভা ভাইস চেয়ারম্যান রাজশ্রী দাস বলেন ভাইস চেয়ারম্যান হিসেবে আমার দায়িত্ব থাকবে সে কাজগুলো সেই কাজগুলো আমি খতিয়ে দেখে করার চেষ্টা করব।
সেইসঙ্গে ডায়মন্ড হারবার পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা আলো পানীয় জল সহ অন্যান্য উন্নয়নমূলক কাজের দিকে নজর রাখবেন।