|
---|
নিউ জলপাইগুড়ি: মন্দিরে চুরির ঘটনায় অভিযান চালিয়ে বড় সাফল্য মিলল নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশের। ১২ নভেম্বর ফুলবাড়ী বটতলা কালী মন্দিরে চুরির ঘটনা ঘটে। চুরি যায় বেশ কিছু মন্দিরের সামগ্রী। ফুলবাড়ি সংলগ্ন বিভিন্ন এলাকায় বেশ কিছু মন্দিরে একের পর এক চুরির ঘটনা ঘটে। লাগাতার চুরির ঘটনা রীতিমতো ঘুম কেড়েছিল পুলিশের। তবে অবশেষে মিলল সাফল্য।
সোমবার চুরি যাওয়া সামগ্রীসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। এদিন রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে জংশন পাতিকলোনী থেকে গোপাল কর্মকার নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তার বাড়ি থেকে উদ্ধার হয় কালী মন্দিরে চুরি যাওয়া তামার ঘন্টা, ফুলদানি সহ বেশ কয়েকটি সামগ্রী। আজ ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।