|
---|
BIG BREAKING:৩১শে আগস্ট পর্যন্ত লকডাউন পশ্চিমবঙ্গে,
নতুন গতি প্রতিবেদক : নতুন নিয়ম রাজ্যে। আগামী ৩১ অগাস্ট পর্যন্ত লকডাউন থাকবে পশ্চিমবঙ্গে। আজ, মঙ্গলবার এই ঘােষণা করলেন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, প্রতিবার শনি ও রবিবার সম্পূর্ণ লকডাউন রাখতে চায় রাজ্য।
কিন্তু ১ অগাস্ট বকরি ইদ ও ৩ অগাস্ট
রাখি বন্ধন রয়েছে। তাই ২, ৫, ৮, ৯, ১৬, ১৭, ২২, ২৩, ২৯, ৩০ অগাস্ট সম্পূর্ণ লকডাউন থাকবে। এছাড়া ২৯ জুলাই পূর্ব ঘােষণা মতাে লকডাউন থাকছে।