TMC ও MIM সমর্থকদের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব, এলাকায় উত্তেজনা

নতুন গতি ওয়েব ডেস্কঃ নির্বাচনী প্রচারে দেওয়াল লিখন কে ঘিরে তৃণমূল কর্মী এবং মিম কর্মীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয় পশ্চিম মগরাহাটের শেরপুর ও ইয়ারপুর অঞ্চলে। মিম কর্মীদের দাবি তারা অগ্রিম দেওয়ালের চুনকাম করে রাখা সত্ত্বেও তৃণমূল কর্মীরা সেখানে এসে তাদের বাধা দেয়, দেওয়াল  দখল করার চেষ্টা করে।

    এই টানাপোড়েনের জেরে হঠাৎ তৃণমূল কংগ্রেসের এক দল সমর্থক মিমের সমর্থকদের বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ করা হচ্ছে। এরপরে গ্রামবাসীরা জড়ো হয়ে উভয় পক্ষকে এলাকায় শান্তি বজায় রাখার জন্য আবেদন করে , কিন্তু গ্রামবাসীর একপক্ষ তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন বলেও জানা যাচ্ছে। শাসকদলের তরফ থেকে এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যে বলে এবং এলাকায় উত্তেজনা সৃষ্টি করার উদ্দেশ্য বলে দাবি করা হয়েছে।

     

    মিম সমর্থকরা তাদের পক্ষ থেকে উস্তি থানার আধিকারিক অভিষেক বাবু, নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত মানস কুমার বাবু ও বি ডি ও ফাতেমা কাউশারকে জানায় যে তাদের জীবন আশঙ্কাজনক, তাই অবিলম্বে যেন প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয় । সকলেই আইনত সাহায্যের পরিশ্রুতি দেন।