আব্দুল খাবিরের হত্যাকারীদের শাস্তির দাবিতে মুর্শিদাবাদের বেলডাঙা থানার পুলিন্দা মোড়ে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার প্রতিবাদ সভা

আসিফ রনি, নতুন গতি, বহরমপুর : রাজ্য বিধানসভায় পিটিয়ে হত্যার বিরুদ্ধে কঠোর বিল পাস হলেও পিটিয়ে হত্যা অব্যাহত। গতকাল এই রকমই এক ন্যক্কারজনক নৃশংস ভাবে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে গেল খোদ মুর্শিদাবাদ জেলার বহরমপুরে। বুধবার দুপুর ১২ টা নাগাদ বহরমপুরের লালদিঘী এলাকায় ডাঃ এ.কে ঘটকের চেম্বারে পিটিয়ে হত্যা করা হয় ৩১ বছরের আব্দুল খাবিরকে। ইতিমধ্যে এই ঘটনার নিন্দা জানিয়েছেন বিভিন্ন মহল। গতকাল দোষীদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধের পর দোষীদের গ্রেফতার করেছে পুলিশ।
এই পিটিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া। পপুলার ফ্রন্টের রাজ্য সভাপতি মুহাম্মদ আসাদুল্লাহ সাহেব অবিলম্বে এই জড়িত দের গ্রেফতার ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানান ও আক্রান্ত পরিবারকে সংগঠনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে বলে জানান। এই পিটিয়ে হত্যার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে আজ মুর্শিদাবাদের বেলডাঙা থানার পুলিন্দা মোড়ে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

    উপস্থিত ছিলেন রাজ্য কিমিটি মেম্বার মাসুদুল ইসলাম ও রাফিকুল ইসলাম । এছাড়াও উপস্থিত ছিলেন রাহেদ হোসেন মন্ডল, জেলা কমিটি মেম্বার SDP এবং স্থানীয় নেত্রিবৃন্দ।

    এই সভায় বক্তারা তাদের বক্তব্যে এই ঘটনায় জড়িতদের পিটিয়ে হত্যা বিরোধী রাজ্যে সরকারের নতুন বিলের আওতায় এনে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। অন্যদিকে তার পরিবারের পক্ষ থেকে দোষীদের ফাঁসির দাবি জানিয়েছেন।