পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার তরফে আজ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার দুই জায়গায় দুস্থ মেধাবী ছাত্র ছাত্রীদের স্কলারশীপ প্রদান।

পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার তরফে আজ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার দুই জায়গায় দুস্থ মেধাবী ছাত্র ছাত্রীদের স্কলারশীপ প্রদান।

    আলম সেখ, নতুন গতি :- পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার উপর প্রতিনিয়ত একটার পর একটা আরোপ লাগাতেই আছে কেন্দ্র সরকার এবং জাতীয় নিউজ চ্যানেল গুলো সেই আরোপ গুলো একবারেই আবেগের সাথে প্রচার করছে যেমন কিছুদিন আগে মিথ্যা অভিযোগে PFI এর দিল্লী রাজ্য সভাপতি, সম্পাদক, রাজ্য অফিস সম্পাদক ও দানিশ নামের একজন সদস্য কে গ্রেফতার করে দিল্লী পুলিশ এবং সেই খবর টা প্রতিটা জাতীয় নিউজ চ্যানেলে প্রচার করে কিন্তু গ্রেফতার করার পরের দিনই কোর্টে কিছু প্রমাণ করতে না পাড়ায় জামিনে মুক্তি দিতে হয় দিল্লী পুলিশ কে এবং এই যে বিনা দোষে মুক্তি পেল PFI এর নেতারা এই খবর টা কোনো নিউজ চ্যানেল দেখায় নি। এই ভাবে সংবাদ মাধ্যমের দ্বারা PFI এর উপর ঘৃণা ছড়ানো হচ্ছে কিন্তু পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার তরফে বার বার বলা হচ্ছে যে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া একটি সামাজিক সংগঠন যার প্রমাণ আবারো পাওয়া গেলো পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলায়।

    গতকাল মুর্শিদাবাদ জেলার বহরমপুর বিজ্ঞান মঞ্চে ও জঙ্গিপুরের পুঠিয়া হাই স্কুলে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার তরফে 150 জন দুস্থ মেধাবী ছাত্র ছাত্রীদের স্কলারশীপ প্রদান করা হয়েছে, প্রতি বছর এই সংগঠনের তরফে সারা দেশ ব্যাপী স্কলারশীপ প্রদান করা হয়, এই বারো সারা দেশ ব্যাপী স্কলারশীপ প্রদান শুরু হয়ে গেছে, আজকে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ কমিটি থেকে জানানো হয় যে আজকে এই 150 জন কে স্কলারশীপ প্রদান করে এই বছরের স্কলারশীপ প্রদানের কাজ শুরু হলো পশ্চিমবঙ্গে এরপর আরো অনেক জেলায় এই রকম Scholarships distribute হবে।

    গতকাল বহরমপুর বিজ্ঞান মঞ্চে Scholarships Distribute অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার পশ্চিম বাংলার রাজ্য সভাপতি হাসিবুল ইসলাম, মুর্শিদাবাদ এরিয়া সভাপতি মাসাদুল ইসলাম ও SDPI এর নেতা আনসার আলী।

    এবং জঙ্গিপুরের পুঠিয়া হাই স্কুলে স্কলারশীপ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন PFI এর রাজ্য সম্পাদক ডক্টর মিনারুল শেখ ও জঙ্গিপুর এরিয়া সভাপতি আব্দুর রহমান মহাশয়।