বাম ও সহযোগী দল সমূহের ডাকে সম্প্রীতি মিছিল রামপুরহাটে

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: বিভেদের রাজনীতি থেকে মুক্তি চায় – এই শ্লোগানের ব্যানারে শনিবার রামপুরহাট শহরে সম্প্রীতি মিছিল অনুষ্ঠিত হয় ১৬টি বাম ও সহযোগী দল সমূহের উদ্যোগে। উল্লেখ্য ১৫ থেকে ২১ শে জুন পর্যন্ত রাজ্যজুড়ে যে ১৬ দলের যৌথ উদ্যোগে সম্প্রীতি সপ্তাহ পালনের কর্মসূচি নেওয়া হয়েছে তারই অঙ্গ হিসেবে আজকের সম্প্রীতি মিছিল বলে সংগঠনের পক্ষ থেকে জানা যায়।

    মিছিলে আওয়াজ তোলা হয় যে হজরত মহম্মদ সম্পর্কে কূরুচিপূর্ন মন্তব্যকারীকে গ্রফতার করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা। এছাড়াও দাবি করেন যে জনজীবনের জ্বলন্ত সমস্যার সমাধান না করে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়ানোর জন্য বিজেপির বিরুদ্ধে তীব্র ধিক্কার জানানো হয় সম্প্রীতির মিছিল থেকে। মিছিলের অগ্রভাগে ছিলেন সিপিআইএম বীরভূম জেলা কমিটির সদস্য সঞ্জীব বর্মন, এস ইউ সি আই কমিউনিস্ট পার্টির বীরভূম জেলা সম্পাদক মদন ঘটক সহ অন্যান্য দলের নেতৃত্ববৃন্দ।