প্রধান শিক্ষক সন্মেলনে দাবি, রাজের স্কুল গুলিতে ছাত্র অনুপাতে শিক্ষক নিয়োগের।

আয়ুব আলি,নতুন গতি: পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির ৬০ তম বার্ষিক সন্মেলনে দাবি উঠল রাজ্যের স্কুল গুলিতে ২০ শতাংশ শিক্ষক ও ৩০ শতাংশ প্রধান শিক্ষক শূন্য এছাড়া বহু শিক্ষাকর্মী র পদ ও শূন্য। সমস্ত শূন্য পদে অবিলম্বে নিয়োগ করার জন্য শিক্ষা দপ্তরে লিখিতভাবে জানানো হয়েছে। রবিবার কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে পশ্চিমবঙ্গ রাজ্য প্রধান শিক্ষক সমিতির ৬০তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল। করোনা পরিস্থিতি র কারনে দুবছর পর ১২ই ফেব্রুয়ারি রবিবার অনুষ্ঠিত এই সন্মেলনে বিভিন্ন জেলা থেকে প্রায় তিন শতাধিক প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। ঝাড়গ্রাম সাধুরাম মুর্মু বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সভাপতিত্বে প্রধান শিক্ষক সমিতির শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধির ও দাবি উঠল। এদিনের সন্মেলনে শিক্ষা ক্ষেত্রে ও শিক্ষকদের বিভিন্ন সমস্যার বিষয়ে আলোচনা হয়। শিক্ষক সমিতির সাধারন সম্পাদক কৃষ্ণাশু মিশ্র বলেন স্কুল গুলিতে শিক্ষক ছাএ অনুপাতে ১:৩০ করতে হবে। ছাএ ছাত্রীদের ফি সরকারকে বৃদ্ধি করতে হবে এবং তা বহন করতে হবে ,এছাড়াও মিড় ড়ে মিলের দায়িত্ব থেকে প্রধান শিক্ষকদের অব্যাহতি দিতে হবে। রাজ্যের সমস্ত স্কুলে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পুনরায় পাশ ফেল প্রথা পুনরায় চালু করতে হবে।