|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি করা হয়েছে প্রসেনজিৎ দাস কে। শুক্রবার রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে এই কথা ঘোষণা করা হয়। তারপরই শনিবার সকাল থেকে মালদা শহরের কালিতলা পার্টি অফিসে তৃণমূল যুব কংগ্রেস কর্মীদের ভিড় উপচে পড়ে কালিতলার পার্টি অফিসে। নব যুব সভাপতি প্রসেনজিৎ দাস কে সংবর্ধনা জানাতে দলে দলে আসতে শুরু করেন যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা।
ফুলের মালা এবং মিষ্টিমুখ করিয়ে যুব সভাপতিকে সংবর্ধনা জানানো হয় তার পাশাপাশি নব যুব সভাপতি প্রসেনজিৎ দাস এর সাথে সেলফি তুলতে দেখা যায় অনেক যুব কংগ্রেস কর্মীদের।এর পর সাংবাদিকদের মুখোমুখি হন যুব সভাপতি প্রসেনজিৎ দাস।সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি প্রথমেই এই গুরুদায়িত্ব দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জি কে ধন্যবাদ এবং কুর্নিশ জানাই।এরপর আগামীতে জেলা তৃণমূল যুব কংগ্রেস কি ভাবে শক্তিশালী করা যায় তাও বিস্তারিত জানান সাংবাদিকদের।