হরিশ্চন্দ্রপুরে এন আর সির বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ মিছিল

মহঃনাজিম আক্তার: হরিশ্চন্দ্রপুর, ৮ আগস্টঃ মাত্র কয়েক দিন আগে আসামে এন আর সির চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে।বাদ পড়েছে প্রায় ১৯ লক্ষ লোকের নাম। রাষ্ট্রহীন হয়ে পড়া এই সব মানুষদের ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মধ্যে। ইতিমধ্যে এই রাজ্যেও কিছু কিছু সংগঠন এন আর সি লাগু করার দাবী করেছে।

    এইসব ঘটনার তীব্র বিরোধিতা করে রবিবার বিকালে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হরিশ্চন্দ্রপুরে এক বিশাল বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। এদিন বিকাল ৩টা নাগাদ হরিশ্চন্দ্রপুর শহিদ মোড় থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়।হরিশ্চন্দ্রপুর এলাকার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে তেতুল তলা মোড়ে শেষ হয়।

    মিছিলে এন আর সির বিরুদ্ধে স্লোগান যেমন ছিলো তেমনই ভাবে দ্রব্য মুল্য বৃদ্ধি, মুদ্রাস্ফীতি সহ অন্যান্য গনতান্ত্রিক স্লোগান ছিল। মিছিলে নেতৃত্ব দেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মন্ডল,হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের সভাপতি তজমূল হোসেন সহ এলাকার সমস্ত নেতাকর্মীরা।

    সভাধিপতি গৌরচন্দ্র মন্ডল বলেন, “এন আর সি র নামে ১৯ লক্ষ মানুষকে রাষ্ট্রহীন করে দেওয়া মেনে নেওয়া যায় না। প্রতিদিন জিনিসপত্রে দাম বাড়ছে। টাকার দাম কমছে, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ছাটাই চলছে এসবের প্রতিবাদে আমাদের শ্রদ্ধেয় নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে আজ মিছিল সংগঠিত করেছি। আগামীদিনে এসবের প্রতিবাদে আমাদের আন্দোলন জারি থাকবে।”