খনি প্রকল্পে সরকারি ভূমিকার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ সিউড়িতে

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- বীরভূম জেলার মহম্মদ বাজার ব্লকের প্রস্তাবিত কয়লা খনির এলাকার দেওয়ানগঞ্জ আদিবাসী মহিলাদের ওপর পুলিশ ও তৃণমূলের হামলার ঘটনায় দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও শাস্তি। খনি প্রকল্পের ডি, পি,আর জনসাধারণের সামনে পেশ করা। খনি প্রকল্পের বিষয়ে ভূ-বিজ্ঞানী, পরিবেশ, স্বাস্থ্য, খনি বিশেষজ্ঞদের মতামত সকলের কাছে পেশ করা এবং সেই মতামতকে বাস্তবায়িত করার ব্যবস্থাদি জনসাধারণকে জানানো। এলাকার মানুষের মতামতকে ভিত্তি করেই পদক্ষেপ গ্রহণ করা। উক্ত পাঁচটি দাবিতে শুক্রবার,১৪ জানুয়ারি সিউড়িতে জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ অবস্থান করেন এস ইউ সি আই( কমিউনিস্ট) দলের পক্ষ থেকে ।ডেউচা – পাঁচামি এলাকায় কয়লা ও অন্যান্য খনিজ সম্পদ উত্তোলন বিষয়ে প্রস্তাবিত খনি প্রকল্পে সরকারি ভূমিকার প্রতিবাদে প্লেকার্ড,শ্লোগান, বক্তব্যের মাধ্যমে অবস্থান-বিক্ষোভ সংঘটিত হয়। পরে এখান থেকে চার সদস্যের একটি প্রতিনিধিদল জেলা শাসকের কাছে উপরিউক্ত পাঁচটি দাবি পেশ করেন।

    সেই সাথে এদিন অবস্থান স্থলেই গতকাল ময়নাগুড়িতে মর্মান্তিক রেল দুর্ঘটনায় নিহতদের স্মরণে নির্মিত স্মৃতি বেদীতে শোক জ্ঞাপন করে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয় দলীয় কর্মীদের মধ্যে থেকে। বিক্ষোভ অবস্থানে উপস্থিত ছিলেন এস ইউ সি আই (কমিউনিস্ট) বীরভূম জেলা কমিটির সম্পাদক মদন ঘটক, লোকাল কমিটির পক্ষে সাথী পাল, আয়েশা খাতুন, অমিত কুমার মন্ডল প্রমুখ নেতৃত্ব ও দলীয় কর্মীবৃন্দ।