|
---|
বাইজিদ মন্ডল, নতুন গতি, ডায়মন্ড হারবার: সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ও ডায়মন্ড হারবারের প্রিয় সাংসদ মাননীয় শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয় এর নির্দেশে, আজ কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতি কৃষি বিল,ও উত্তর প্রদেশের হাতরস সহ বিজেপি শাসিত রাজ্য গুলিতে মহিলাদের উপর ধর্ষণ, খুন সহ পাশবিক নির্যাতনের প্রতিবাদের বিরুদ্ধে I ডায়মন্ড হারবার ২নম্বর ব্লক তৃনমূল যুব সভাপতি মাহবুবার রহমান গায়েন মহাশয়ের উদ্যেগে, ও ডায়মন্ড হারবার ২নম্বর ব্লক তৃণমুল কংগ্রেসের পরিচালনায়।
আজ ডায়মন্ড হারবার সরিষা হাই স্কুল ফুটবল মাঠে সরকারি নির্দেশমতো সামাজিক দূরত্ব বজায় রেখে ও সোশ্যাল ডিসটেন্স মাথায় রেখে হাজারেরও অধিক মানুষের বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় I উক্ত প্রতিবাদ সভায় আরও যেসকল নেতৃবৃন্দসহ উপস্তিত ছিলেন তারা হলেন, তৃনমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ও রাজ্যস্তরে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শ্রী দেবাংশু ভট্টাচার্য, ডায়মন্ড হারবার ২নম্বর ব্লক তৃনমূল কংগ্রেস কিষান – ক্ষেতমজুর সেলের সভাপতি মাননীয় শ্রী নিতিশ মোদক মহাশয়,দক্ষিন ২৪পরগনা জেলা তৃনমূল কংগ্রেস কিষান- ক্ষেতমজুর কমিটির সভাপতি মাননীয় ডা: শ্রী তরুণ রায় মহাশয়,উপস্তিত ছিলেন ডায়মন্ড হারবার ২নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় শ্রী অরুময় গায়েন মহাশয়, ও ডায়মন্ড হারবার ২নম্বর পঞ্চয়েত সমিতির সভাপতি মাননীয় শ্রী কালীদাস প্রমানিক,ডায়মন্ড হারবার ২নম্বর ব্লক পঞ্চোয়েত সমিতির শিক্ষার কর্মাধাক্ষক ও অঞ্চলের নবনিযুক্ত পর্যবেক্ষক মোঃ সফিউল্লাহ চৌধুরী মহাশয়,এবং ডায়মন্ড হারবার ২নম্বর ব্লকের সমস্ত নেতৃত্বগণের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো এই প্রতিবাদ সভা ।