|
---|
নতুন গতি ডিজিটাল ডেস্ক: নিজস্ব সংবাদদাতা, হুগলী: হুগলী জেলার হরিপালে তৃনমূল নেতার হাতে আক্রান্ত এক কলেজ ছাত্রী ও তার মা। ঘটনাটি ঘটে হরিপাল থানার অন্তর্গত দিগনগর গ্রামে। অভিযোগ হরিপাল পঞ্চায়েত সমিতির সদস্য ও বিদ্যুৎ কর্মদক্ষ মতিয়ার রহমান, এক কলেজ ছাত্রী জারিফা আব্বাসি ও তার মাকে মারধর করে।
কলেজ ছাত্রী জারিফা আব্বাসি সাংবাদিকদের জানান, আমাদের একটি জায়গা তৃণমূল নেতা মতিয়ার রহমান জবরদস্তি ইঁট দিয়ে গেঁথে দখল করতে এসেছিল, আমি এবং আমার মা সেখানে গিয়ে বাঁধা দিলে সে সময় তৃণমূল নেতা মতিয়ার রহমান প্রথমে আমার মাকে মারধর করে। তারপর আমি বাঁধা দিতে গেলে আমাকেও মারধর করে। কলেজ ছাত্রী আরও বলেন। তৃণমূল নেতা মতিয়ার রহমান হুমকি দিয়েগেছে যে, আমরা নির্মাণ ভেঙে দিলে, পরবর্তীতে এসে মারধর করব এবং আবার নির্মাণ করবো।