কবি দিবস উদযাপন ও কৃতি ছাত্র সম্বর্ধনা অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে রবীন্দ্র নজরুল জয়ন্তী (কবি দিবস) ও কৃতি ছাত্রদের সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হলো মামূন ন্যাশনাল স্কুলে। দিবস টিকে ঘিরে বিদ্যালয়ে একগুচ্ছ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল কবিতা আবৃত্তি, গজল, গান, বিতর্ক সভা প্রভৃতি। পবিত্র কোরান শরীফ থেকে কেরাত পাঠ ও উদ্বোধনী সংগীতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বর্ণময় এই সভায় সভাপতিত্ব করেন বর্ষীয়ান শিক্ষক জনাব সিরাজুল ইসলাম সাহেব। তিনি তার মূল্যবান আলোচনায় ছাত্রদের নৈতিক বিকাশ ও শৃঙ্খলার উপর গুরুত্ত্ব আরোপ করেন, প্রাণবন্ত এই আলোচনা সকলের হৃদয় ছুঁয়ে যাই। বিদ্যালয়ের পঠন পাঠন, উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষায় ছাত্রদের ধারাবাহিক সাফল্য, পরিকাঠামো গত উন্নয়ন, আগামী দিনের ভাবনা ও পরিকল্পনা সহ সার্বিক বিষয়ের উপর অনুপুঙ্খ আলোচনা করেন প্রতিষ্ঠানের সম্পাদক মাননীয় কাজী মোহম্মাদ ইয়াসিন সাহেব। স্বল্প সময়ের মধ্যে এই প্রতিষ্ঠান কে পশ্চিমবঙ্গের শিক্ষ্যা মানচিত্রে এক বিশেষ স্থানে পৌঁছে দেয়ার জন্য তিনি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    অনুষ্ঠান এর প্রথম পর্বে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ৩০ জন কৃতি ছাত্র কে সম্বর্ধনা দেওয়া হয়। এদের মধ্যে ২৯ জন মামুন ন্যাশনাল স্কুলের ছাত্র ও অন্য জন মেমারি, ভি-এম ইউনিট-১ এর রাজিবুর রহমান। রাজিবুর রহমানের প্রাপ্ত নম্বর ৬৮৩। মেমারি পৌরসভা সহ এতদাঞ্চলের তারই নম্বর সর্বোচ্চ।উল্লেখ্য এই বিদ্যালয় থেকে সর্বোচ্চ ৬৭১ নম্বর পাই সহিদুল ইসলাম। অন্য এক ছাত্র হাফেজ হাবিবুর রহমান গাজি, মাদ্রাসা বোর্ড থেকে পরীক্ষা দিয়ে উল্লেখযোগ্য নম্বর পায়। তার প্রাপ্ত নম্বর ৮০০ এর মধ্যে৭ ৩৭। আজকের অনুষ্ঠান এর এই ৩ ছাত্র সহ সমস্ত কৃতি ছাত্র কে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়।অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে ছিল নানা সাংস্কৃতিক বিষয়। সব শেষে অনুষ্ঠিত হয় বিতর্ক সভা। বিতর্কের বিষয় ছিল “সভার মধ্যে অনলাইন পঠন-পাঠন অফলাইন পঠন পাঠনের বিকল্প হতে পারে কি?”। এতে নবম ও দশম শ্রেণির আট জন ছাত্র অংশগ্রহণ করে। পক্ষ ও বিপক্ষের আলোচনার বিতর্ক সভাটি সকলের প্রাণ ছুঁয়ে যায়। সভার শুরুতে কেরাত পাঠ করে শোনায় ষষ্ঠ শ্রেণির ছাত্র মাসুদ রহমান। অনুষ্ঠান পরিচালনায় ছিল দশম শ্রেণীর ছাত্র আক্রাম সেখ। এলাকার বিশিষ্ট শিক্ষকবৃন্দ ও বার্ড অফ ট্রাস্টীক্রির সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন। মাননীয় সেখ আব্দুল আজীজ, প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল কালাম সাহেব সহ অনেক শিক্ষানুরাগী ব্যক্তিগন উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক জনাব সানাউল্লাহ মন্ডল রবীন্দ্রনাথ ও নজরুল এর প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করেন এবং সকলকে অভিনন্দন ও কৃতজ্ঞাতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।