সমুদ্রে মাছ ধরতে বেরিয়ে ডুবে গেল মাছ ধরার একটি ট্রলার

নিজস্ব প্রতিবেদক:- ফের ট্রলার ডুবি! এবার কাঁথির শৌলায় ডুবল ট্রলার। সমুদ্রে মাছ ধরতে বেরিয়ে ডুবে গেল মাছ ধরার একটি ট্রলার। মৎস্য শিকারে পাড়ি দেওয়া “মা মহেশ্বরী” নামে একটি ট্রলার শৌলা থেকে বেশ কিছুটা দূরে সমুদ্রে ডুবে যায়।ট্রলারে থাকা ১৩ জন মৎস্যজীবি অন্যান্য ট্রলারের সাহায্যে পাড়ে উঠে প্রান বাঁচান। অন্যান্য আরও তিনটি ট্রলারের সহযোগিতায় ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করার কাজ শুরু হয়।এদিকে, পর পর ট্রলার ডুবির ঘটনায় মৎস্যজীবিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ১৩ জন মৎসজীবীকে নিয়ে ” মা মহেশ্বরী ” নামে ট্রলারটি শৌলা মৎস্য বন্দর থেকে সমুদ্রের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল। কিছুটা সময় যাওয়ার পরই ট্রলারটি ডুবে যায়। অন্যান্য ট্রলারের সহযোগিতায় ১৩ জন মৎসজীবীকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়৷ আপাতত সবাই সুস্থ রয়েছে বলে খবর।