পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও অবস্থান বিক্ষোভ তৃণমূল কর্মীদের, সরিষায়

বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার:- দিনের পর দিন ক্রমাগত বেড়েই চলেছে পেট্রোল ও ডিজেলের মূল্য । ইতিমধ্যেই পেট্রোলের দাম সেঞ্চুরি পেরিয়েছে অন্যদিকে ডিজেলের দাম সেঞ্চুরির দোরগোড়ায় । এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করে দক্ষিন ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার সরিষা ২৪৬মোড়ে শনিবার বিকালে প্রতিবাদে সোচ্চার হলেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা । শনিবার ডায়মন্ড হারবার সরিষা ২৪৬ মোড়ে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তৃণমূল কর্মী সমর্থকরা অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে । তেলের মূল্য বৃদ্ধির কারণে অভিনব কায়দায় বাইক না চালিয়ে হাঁটতে হাঁটতে পরে সেখান থেকে২৪৬ মোড় পর্যন্ত মিছিল অনুষ্ঠিত হয় এবং মিছিল শেষে প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সোচ্চার হন তারা । করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সরকারি নির্দেশকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে তারা এই গোটা কর্মসূচি পালন করেন । এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন,ডা:হা:বিধায়ক পান্নালাল হালদার, ডা:হা: ২নম্বর ব্লক সভাপতি অরুমায় গায়েন, সরিষা অঞ্চলের অবজারভার শামীম আহমেদ মোল্লা, ডা: হা: ২নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মাহবুুবার রহমান গায়েন, সহ সরিষা অঞ্চলের অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ।

    ডায়মন্ড হারবার ২নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুময় গায়েন ক্যামেরার মুখোমুখি হয়ে জানান , কেন্দ্র সরকারের এই জনবিরোধী উদ্যোগে সমস্যায় পড়তে হচ্ছে সাধারন মানুষদের । পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ফলে রীতিমতো মধ্যবিত্তের পকেটে টান পড়েছে । কিন্তু তারপরেও মোদি বাবুর হুশ ফিরছে না ।