সমাজকে দুর্নীতি মুক্ত করার লক্ষ্যে ডা: হা: নেহরু যুব কেন্দ্রের উদ্যোগে ভিজিলেন্স দিবস পালন

বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:- ডায়মন্ড হারবার নেহরু যুব কেন্দ্রের উদ‍্যোগে, নিজ অফিসে সমাজকে বিভিন্ন দুর্নীতি মুক্ত গড়ে তোলার লক্ষ্যে সর্ব সাধারণের সচেতন করতে ভিজীলেন্স দিবস অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন উপনিরদেশক অশোক সাহা(নেহরু যুব কেন্দ্র ডায়মন্ড হারবার),প্রাক্তন D Y C সনৎ পাইক,কপিল কুমার ACT (নেহরু যুব কেন্দ্র ডায়মন্ড হারবার),প্রকল্প আধিকারিক,সুজীৎ ভান্ডারী,ব‍্যাসদেব সাউ(ডায়মন্ড হারবার হসপিটালের ব্লাড সেন্টারের কর্মী),ল‍্যান্ড দপ্তরের কর্মী অরিন্দম হালদার সহ প্রমুখ।

    এই অনুষ্ঠানের মাধ্যমে জানা যায়, সমাজকে দুর্নীতি মুক্ত করতে প্রত‍্যেক মানুষকে সতর্ক থাকতে হবে, ঘুষ দেওয়া যেমন অন‍্যায় ঘুষ নেওয়া তেমনই অন‍্যায়। চারিদিকে দালাল চক্র ঘুরে বেড়াচ্ছে ঘুষ নিয়ে কাজ করার জন্যে এর জন্য প্রতিবাদ করতে হবে। সরকারী দপ্তরে কাজ করে সরকারী ভাবে সাম্মানিক পায়।তবুও কিছু মানুষ ঘুষ নেবার জন্য হাত পাতে।এই সব সকল সমস‍্যা বন্ধ করার জন‍্য আজ ভিজিলেন্স দিবস অনুষ্ঠান।