রায়দিঘী কলেজ ২৮ বছর পূর্ণ করে ২৯ এ পা দিল

রায়দিঘী:নুরউদ্দিন:সুন্দরবনের প্রান্তিক অঞ্চলের রায়দিঘী কলেজ ২৮ বছর পূর্ণ করে ২৯-এ পা দিল আজ। সেই উপলক্ষ্যে কলেজের সাংস্কৃতিক উপসমিতি আয়োজন করেছিল এক ছিমছাম, ঘরোয়া উদযাপন। কলকাতা বিশ্ববিদ্যালয় ও রায়দিঘী কলেজের পতাকা উত্তোলন করে শ্রদ্ধাজ্ঞাপন করা হয় প্রথমেই। পরে অনুষ্ঠানের মঞ্চে কলেজে হিউম্যানিটিজ এবং সায়েন্স বিভাগগুলি থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। কলেজের অধ্যক্ষ ডঃ শশবিন্দু জানার উপস্থিতিতে স্পোর্টস, সাংস্কৃতিক প্রতিযোগিতা, গ্রীন ক্লাব আয়োজিত নানা অনুষ্ঠানের পুরস্কার ও মানপত্র প্রায় ৪৫ জন ছাত্রছাত্রীর হাতে তুলে দেন কলেজের অধ্যাপক-অধ্যাপিকারা। সদ্য পেরিয়ে আসা রবীন্দ্র জয়ন্তী স্মরণ করে বিশ্বকবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপিত হয় অধ্যাপক-অধ্যাপিকা এবং ছাত্রছাত্রীদের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে। চতুর্দিকে ডিজে-বক্সে অস্বাস্থ্যকর বাজনা বাজিয়ে হুল্লোড়ের যুগে স্ব-চর্চিত পাঠ, আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে উদযাপিত এই বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে বহুলাংশে অধ্যাপক-অধ্যাপিকাদের ছাপিয়ে গেছে তাঁদের ছাত্রছাত্রীরা। সভাপতির ভাষণ দিতে উঠে এ কথা উল্লেখ করে কলেজের অধ্যক্ষ ডঃ শশবিন্দু জানা বলেন, “সন্তানসম ছাত্রছাত্রীদের এই সাফল্য আমাদের গৌরবান্বিত করে প্রতিনিয়ত। প্রান্তিক অঞ্চলের কিছু মানুষের শুভবুদ্ধি ও সংকল্পের উপর ভর করে ১৯৯৫ সালে পথ চলা শুরু করেছিল রায়দিঘী কলেজ। আজ সে বেশ কিছুটা পথ পেরিয়ে, শিক্ষার বিস্তারে আরও নিবদ্ধ ও ব্রতী হতে বদ্ধপরিকর।”

     

     

    রায়দিঘী থেকে নুরউদ্দিন।