স্বস্তির নিঃশ্বাস দিতে বঙ্গে এল বর্ষা!

নতুন গতি নিউজ ডেস্ক: বর্ষা কাল শুরু হলেও, দক্ষিণবঙ্গে আসছিল না বর্ষা! বিগত প্রায় এক মাস ধরে গরমে নাজেহাল মানুষের একটাই প্রশ্ন ছিল, কবে আসছে বর্ষ?

    অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঢুকল বর্ষা। আজ শুক্রবার রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আজ ও আগামিকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দফায়-দফায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলাগুলিতে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি! আগামিকাল অর্থাৎ শনিবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে।

    গতকালই পূর্বাভাসে আবহাওয়াবিদরা জানিয়েছিলেন, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে। সেই পূর্বাভাস মতই আজ অবশেষে বর্ষার আগমন ঘটল দক্ষিণের জেলাগুলিতে৷

    আলিপুর সূত্রে খবর, উত্তর পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। বাংলার উপকূলের দোরগোড়ায় রয়েছে মৌসুমি বায়ু। তবে মৌসুমী বায়ু এলেও, তা ততটা শক্তিশালী হবে না। তাই খুব বেশী বৃষ্টি হবে না এই প্রথম দফায়।