|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: পুলিশ জানিয়েছে, মেয়েটি মায়ের সঙ্গে ঘটনার দিন মাঠে গিয়েছিল। সেখান থেকেই সে নিখোঁজ হয়ে যায়। পরে তাকে মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করা হয়। জিভে গভীর ক্ষতচিহ্ন ছিল। অভিযুক্তরা তাকে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলার চেষ্টাও করেছিল।
১৯ বছরের গণধর্ষিতার মৃত্যু হল দিল্লির হাসপাতালে।উত্তরপ্রদেশের হাথরসের এক গ্রামের মেয়েটিকে চারজন মিলে ধর্ষণ করেছিল বলে অভিযোগ। তার ভাই দাবি করেছিল, তাকেের দুপাট্টায় জড়িয়ে টানতে টানতে মাঠে নিয়ে গিয়ে তার ওপর চরম অত্যাচার করা হয়, এমনকী তার জিভ পর্যন্ত কেটে নেওয়া হয়! অভিযুক্ত চারজনকেই গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু মৃত্যুর সঙ্গে লড়ে জয়ী হতে পারল না দলিত মেয়েটি। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়েছে।
গণধর্ষণের ঘটনাটি গত ১৪ সেপ্টেম্বরের। পরদিনই তাকে সঙ্কটজনক অবস্থায় ভর্তি করা হয় আলিগড়ের এক হাসপাতালে। সেখান থেকে আরও ভাল চিকিত্সার জন্য পাঠানো হয় দিল্লির সফদরজং হাসপাতালে। সেখানে তাকে ভেন্টিলেটরে রাখা হয়।
পুলিশ জানিয়েছে, মেয়েটি মায়ের সঙ্গে ঘটনার দিন মাঠে গিয়েছিল। সেখান থেকেই সে নিখোঁজ হয়ে যায়। পরে তাকে মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করা হয়। জিভে গভীর ক্ষতচিহ্ন ছিল। অভিযুক্তরা তাকে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলার চেষ্টাও করেছিল।
অভিযুক্তরা ধরা পড়ার পাশাপাশি হাথরসের কোতোয়ালি-ইন-চার্জকেও অপসারিত করে পুলিশ লাইনসে পাঠানো হয়। মেয়েটিরে বাড়িতে মোতায়েন করা হয় প্রভিন্সিয়াল আর্মড কনস্ট্যাবুলারি (পিএসি) জওয়ানদের।
ঘটনার তীব্র নিন্দা করে বহুজন সমাজ পার্টি (বিএসপি) নেত্রী মায়াবতী উত্তরপ্রদেশে কোনও সম্প্রদায়ের মহিলাই সুরক্ষিত নন বলে অভিযোগ করেন, দাবি করেন, প্রশাসন এদিকে নজর দিক।