|
---|
জাকির হোসেন সেখ, ১৩ এপ্রিল, নতুন গতি: যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী মিমি চক্রবর্তীর সমর্থনে ভাঙ্গড়ের ভগবানপুর অঞ্চলের এক বর্ধিত কর্মীসভা থেকে গতকাল একবাক্যে একথা বলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী তথা তৃণমূল নেতা রেজ্জাক মোল্লা,ভাঙ্গড়ের ভূমিপুত্র তথা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের অন্যতম সদস্য হাজী নাননু হোসেন সহ উপস্থিত সমস্ত তৃনমূল নেতৃত্ব।
উল্লেখ করার মত বিষয় হল যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তীর সমর্থনে ভাঙ্গড় বিধানসভা কেন্দ্র থেকে তাঁকে বিশাল মার্জিনে
জেতানোর লক্ষ্যে ভগবানপুর অঞ্চল তৃনমূল কংগ্রেস আয়োজিত এই বর্ধিত কর্মীসভায় এলাকার সমস্ত নেতৃত্বই উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি অহিদুল ইসলাম,সহ সভাপতি আরাবুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মোস্তাক আহমেদ, যুব সভাপতি কাশিফুল কুরুব খান,পঞ্চায়েত সদস্য ফিরোজ সাঁফুই, মোমিনুল ইসলাম প্রমুখ।