রতুয়ার গোবরজনা মন্দিরে পুজোর জোর প্রস্তুতি

রতুয়া: হাতে গোনা কয়েকটা দিন তারপর এই শক্তির আরাধনা কালীপুজো,জোর প্রস্তুতি রতুয়ার গোবরজনা মন্দিরে।

    মালদা জেলার কালীপূজা গুলির মধ্যে প্রাচীনত্ব ও ঐতিহ্যবাহী দিক থেকে অন্যতম হলো রতুয়া ২নং ব্লকে আড়াইডাঙ্গা অঞ্চলে অবস্থিত গোবরজনা কালী পূজা।

    মালদা জেলার রতুয়া ২নং ব্লকের আড়াইডাঙ্গা অঞ্চলের গোবরজনা গ্রামে অবস্থিত মায়ের কালীমন্দির মন্দির সম্পর্কে প্রচলিত আছে নানা জনশ্রুতি,প্রতিবছর এখানকার কালীপূজা কে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জেলা থেকে ভক্তের ঢল নামে ,মায়ের মন্দিরে বলির প্রথা রয়েছে এছাড়াও মন্দির সংলগ্ন কালিন্দ্রী নদীর তীরে পূজার কটা দিন বিশাল মেলা বসে,তবে এই বছর করনা আবহে কঠোর বিধিনিষেধ মেনেই পুজো হবে রতুয়ার গোবরজনা কালী মন্দিরে।

    কথিত আছে যে এই গোবরজনা কালীপুজো ডাকাতদের সৃষ্টি ডাকাতদের হাতে একসময়ের পূজিতা দেবীকে নিয়ে রয়েছে নানা লোককাহিনি যা এখনও শুনলে গায়ে কাঁটা দেয়।ডাকাতরা ডাকাতির আগে ও পরে শক্তি অর্জনের জন্য গোবরজনার কালিন্দ্রী নদীর তীরে মা কালীর পুজো আরম্ভ করে,সেই সময় থেকে রীতি নীতি মেনে মায়ের পুজো হয় এলাকার জ্যোতিষ চৌধুরী পরিবার বংশ পরম্পরায় ভক্তির সাথে প্রায় সাড়ে ৩০০ বছরেরও বেশি ধরে এই পুজো হয়ে আসছে।

    বাইট,,, চৌধুরী পরিবারের সদস্য,,শান্তি চৌধুরী।