বিরল প্রজাতির প্রায় পাঁচফুট লম্বা মাছের দেখা মিলল ডায়মন্ড হারবার ক্রিক খালে

বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার:- এক বিরল প্রজাতির মাছের দেখা মিলল ডায়মন্ড হারবার শহরের মধ্যে। ডায়মন্ড হারবার লেনিন নগর এর সামনে ১২নম্বর ওয়ার্ডে স্থানীয় বাসিন্দারা আজ সকাল বেলায় দুঃখা মিস্ত্রির বাড়ির পিছনে ক্রিক খালের ঘাটে, ভাসতে দেখতে পায় এই মাছটি। তার পর স্থানীয় বাসিন্দারা জল থেকে ডাঙায় তুলে আনেন, পোশাকি নাম অ্যালিগেটর ফিশ,এটি উত্তর আমেরিকায় দেখা মেলে। দেখতে অনেকটা কুমিরের মতন, মাছের আঁশ খুবই শক্ত। বহু দাঁত বিশিষ্ট। খালে কিভাবে এই মাছটি এলো তা নিয়ে চিন্তিত অনেকেই। কারণ গ্রামের বহু মানুষ আছেন যারা এই ঘাটে স্নান করেন এবং ঘাটে নামেন।

    ডায়মন্ড হারবার নতুন পোলের প্রতিমা নিরঞ্জনের ঘাটের ঠিক বিপরীতে অবস্থিত এই ঘাটেই মেলে প্রায় পাঁচফুট লম্বা এই মাছটি। অনেকে মনে করছেন যেহেতু খালটি নদীর সঙ্গে সংযুক্ত তাই কোনভাবেই নদী থেকে এই মাছ খালে ঢুকে পড়ে। আবার অনেকের ধরনা কেউ এই মাছ চাষ করেছে,প্রবল বর্ষণের ফলে ডুবে যাওয়ার কারণে খালে উঠে এসেছে। যেহেতু এক বিরল প্রজাতির এই মাছ দেখতে সকালবেলা থেকে বহু মানুষের ভিড় জমায় ডায়মন হারবার লেলিন নগরে।