মেদিনীপুরে আত্মবলিদান দিবসে ভগৎ সিং স্মরণ

সেখ মহম্মদ ইমরান, মেদিনীপুর………. মেদিনীপুর শহরের পঞ্চুর চকে মঙ্গলবার সকালে ভগৎ সিং ফাউন্ডেশন, মেদিনীপুরের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ ভগৎ সিং এর আত্মবলিদান দিবস।এই উপলক্ষ্যে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ভারতের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র জাতীয়তাবাদী ধারার আপোষহীন বীর বিপ্লবী “শহীদ-ই-আজম” ভগৎ সিং এর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় ফাউন্ডেশনের পক্ষ থেকে। পাশাপাশি দিনটির গুরুত্ব নিয়ে সংক্ষেপে আলোচনা করা হয়। ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন সমাজকর্মী কুন্দন গোপ, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, অধ্যাপক সুশান্ত দে, শিক্ষক প্রদীপ সিংহ মহাপাত্র, সমাজসেবী পিনাকী পাল, শিক্ষক সৌমেন সিংহ মহাপাত্রসহ অন্যান্যরা। উল্লেখ্য করোনা আবহের মাঝেই ভগৎ সিং অনুরাগীদের নিয়ে গত সেপ্টেম্বরে ভগৎ সিং এর জন্মদিবসে মেদিনীপুরে পথচলা শুরু করেছে ভগৎ সিং ফাউন্ডেশন।