|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জিয়াগঞ্জের বাসিন্দা রুম্পা ঘোষ (২৩)গুরুতর অসুস্থতার কারনে জরুরী ভিত্তিতে ‘বি- নেগেটিভ’ রক্তের প্রয়োজন পড়লে রোগীর পরিবার সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য মিঠুন দাসকে বললে ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাসের বিশেষ তৎপরতায় রোজা অবস্থায় স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে এলেন, হড়হড়ি গ্রামের বাসিন্দা শেখ বুরানউদ্দিন। সাগরদিঘী ব্লাড সেন্টারে বুরানউদ্দিনের রক্তদান সম্পন্ন হয় এবং সেই রক্ত বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসককে দেয়। রক্ত পেয়ে রোগীর পরিবার রক্তদাতাকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে।