রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: তৃতীয় বারের মতো সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া

নতুন গতি নিউজ ডেস্ক: ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর অনুরোধে ইউক্রেনে আটকে পড়া মানুষকে উদ্ধার করার জন্য আজ তৃতীয় বারের মতো সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া। রুশ হানায় বিপর্যস্ত চারটি বড় শহর – কিয়েভ, খারকভ, সুমি এবং মারিউপোল – এ আটকে পড়া মানুষদের উদ্ধার করার জন্য ‘হিউম্যানিটেরিয়ান করিডর’ তৈরি করার কথা জানিয়েছে রুশ সেনাবাহিনী।

    যুদ্ধ থামানোর উদ্দেশে ইতিমধ্যেই দুটি বৈঠক করেছেন রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধিরা। কিন্তু সেই বৈঠকগুলি নিষ্ফল হয়েছে। আজ তৃতীয়বারের জন্য আবার দুই দেশের প্রতিনিধিরা বেলারুশ সীমান্তে বৈঠক করবেন বলে জানা গিয়েছে। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বৈঠকের আগে ইউক্রেন এবং রাশিয়া দুই দেশের প্রেসিডেন্টের সঙ্গেই ফোনে কথা বলতে পারেন।

    বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী সুমিতে এখনও অনেক ভারতীয় আটকে রয়েছেন। কীভাবে তাঁদের উদ্ধার করা হবে তা নিয়ে এখনও ধোঁয়াশায় আটকে থাকা পড়ুয়া এবং তাঁদের পরিবার।