রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মায়োকোলাইভ শহরে ক্যানসার হাসপাতালে হামলা রাশিয়ার

নতুন গতি নিউজ ডেস্ক: মায়োকোলাইভ শহরে ক্যানসার হাসপাতালেও হামলার অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে।

    হাসপাতালের শীর্ষ পদাধিকারী চিকিৎসক ম্যাক্সিম বেজনোসেঙ্কো জানিয়েছেন, যে সময় হামলা হয়েছিল, তখন কয়েকশো রোগী সেখানে ছিলেন। কিন্তু সৌভাগ্যের বিষয় হল বোমাবর্ষণের ফলে কারও মৃত্যু হয়নি। যদিও হাসপাতালটির বহু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গিয়েছে অনেকগুলি জানলাও।

    ইউক্রেনীয় সেনার দাবি, রাশিয়া এবার জনবসতির দিকে লক্ষ্য রেখেই রকেট হামলার ঝাঁজ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে।

    এদিকে শুক্রবার দক্ষিণ ইউক্রেনের মেলিটোপোল শহরের মেয়রকে অপহরণ করেছে রুশ সেনা। এমনই অভিযোগ খোদ প্রেসিডেন্ট জেলেনস্কির। জানা গিয়েছে, অপহরণের পরও তিনি মুখ খুলতে অস্বীকার করেছেন। যুদ্ধবিধ্বস্ত এলাকায় ত্রাণ দিতে গিয়েই তিনি অপহৃত হয়েছেন বলে জানা গিয়েছে।