প্রথমবার বাংলায় মহিলা শাখা উদ্বোধন করবে আপ

নতুন গতি নিউজ ডেস্ক: বাংলা দখল করতে মহিলা ব্রিগেডকে মাঠে নামাচ্ছে আরবিন কেজরিওয়ালের আপ। এমনটাই দাবি করলেন দলের কর্মী সমর্থকরা। এই প্রথমবার রাজ্যে মহিলা শাখার উদ্বোধন করবে। আগামী সোমবার থেকে এই শাখাটি আত্মপ্রকাশ করবে বলে দলীয় সূত্রে খবর।

    নেতা সঞ্জয় বসু বলেন, ”এতদিন যাবৎ এ রাজ্যে আপের কোনও মহিলা কর্মী ছিলেন না। এই প্রথম রাজ্যে মহিলা কমিটি তৈরি হচ্ছে। আগামী সোমবার থেকে এই শাখা চালু হবে।” তাঁর দাবি, মাসখানেক আগে থেকে মহিলারা আপের সদস্যপদ গ্রহণের জন্য দলীয় কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

    মহিলাদের আম আদমি পার্টির নীতির সম্পর্কে সচেতন করা, আপের রাজনীতি বোঝানোর মতো কাজ করবে এই মহিলা কমিটি। একইসঙ্গে জেলায় জেলায় তৃণমূল স্তরে আরও মহিলাদের দলে সামিল হওয়ার জন্যও অহ্বান জানানো হবে। এমনটাই জানাচ্ছে আপের এ রাজ্যে দায়িত্বপ্রাপ্ত নেতারা।

    তিনি আরো বলেন “দিল্লি মডেল প্রতিষ্ঠিত করতে পেরেছি। নাটকীয় পরিবর্তন হবে এবার। আজ পঞ্জাবে যা হয়েছিল, তার বীজ বপন করা হয়েচিল গত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে। সই সংগ্রহ করা হয়েছিল। সদস্য বাড়াতে ক্যাম্পেন চালানো হয়েছিল। এবার একটা প্ল্যান অফ অ্যাকশন তৈরি করতে হবে। আমরা রাষ্ট্রীয় নির্মাণ অভিযান করব।”