সবজি বাজারের প্রবেশ পথে হাত স্যানিটাইজার কর্মসূচি গ্রহণ করল মুগবসান স্পোর্টিং ক্লাব

সেখ মোহাম্মদ ইমরান,নতুন গতি,কেশপুর:-সবজি বাজারে প্রবেশ করতে হলে হাত স্যানিটাইজার করতে হবে। এমন অভিনব কর্মসূচি নিলো কেশপুরের মুগবসান স্পোর্টিং ক্লাব। পাশাপাশি বিভিন্ন গ্রাম থেকে সবজি চাষীরা মুগবসান বাজারস্থিত স্পোর্টিং ক্লাব মাঠে টাটকা সব্জি নিয়ে আসে এবং সপ্তাহে প্রতিদিন বিকেলে বাজার বসে। 

    মুগবসান ছাড়াও বাজুয়ারা , মুন্ডালিকা, অমৃতপুর, কোনান, পুরুনবেড়া ইত্যাদি গ্রাম থেকে মানুষেরা প্রতিদিন বিকেলে টাটকা সব্জি কেনার জন্য আসে। সবজি বাজারের প্রবেশ পথে বসে আগত ওই ক্রেতাদের হাত স্যানিটাইজার করলো ক্লাবের সদস্য গোলাম হোসেন ও আনোয়ার কামাল। ক্লাবের সদস্য গোলাম হোসেন বলেন, করোনা আতঙ্ক চারিদিকে বিরাজমান। কিন্তু সবজি না কিনলে মানুষ খাবে কি। তাই সবজি কিনতে আসা যেমন জরুরী তেমন নিয়ম মানাও তেমন জরুরি। তাই ক্লাবের পক্ষ আমরা প্রথমে হাত স্যানিটাইজার করছি এবং মাস্ক পরে আসার জন্য অনুরোধ করছি। ক্লাবের এমন অভিনব কর্মসূচি এলাকায় প্রশংসা কুড়িয়েছে।