দিল্লিতে গেরুয়া সন্ত্রাসীদের হাতে খুন মাদ্রাসা ছাত্র আট বছরের আজিজ

 

    মহঃ রিপন, নতুন গতি — ট্রেনের মধ্যে মালদার অশিক্ষিত জামাল মোমিনকে মারধর,রাজস্থানে আফরাজুল হত্যার এখনো রেষ না কাটতেই ভারতের রাজধানী দিল্লিতে আবার পিটিয়ে খুন করা হল আট বছরের মাদ্রাসা ছাত্র মহম্মদ আজিমকে। বিজেপি সরকারের মদতেই এই ধরনের ঘটনা ঘটেই চলেছে সারা দেশজুড়ে। মুখে কুলুপ দিল্লি সরকারেও। সূত্রের খবর অনুযায়ী দিল্লির বেগম পুরে ৮ বছর বয়সী নাজিমকে রাস্তাতে দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয় কিছু ব্যক্তি তাকে তাড়া করে পরে মারতে মারতে গাড়ির চাকার সামনে ছুঁড়ে ফেলে দেয় ফলে মোটর বাইকের চাকায় পিষ্ট হয়ে মারা যান। ঘটনাটি ঘটার আগে মাদ্রাসার কিছু লোককেও মারধর করে গেরুয়া সন্ত্রাসবাদীদের দল। পুলিশ এখনো নির্বিকার, গ্রেপ্তার করা হয়নি কাওকেই।