|
---|
হাওড়া: হাওড়া জেলার মুন্সিরহাটে সোনার বাংলা এসোসিয়েশনের পরিচালনায় একটি সম্পৃতি সভা ও কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী মঞ্জু মুন্সি বলেন “আগামীতে সরকার যেন এমন কাজ করে, গরীব মানুষকে না আর বস্ত্র নিতে আসতে হয়”। বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী মহঃ ইউশা আব্বাসী। তিনি তার বক্তব্যে সম্পৃতির বার্তা দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবি সন্দীপ রায় চৌধুরী, মল্লিকা রায় চৌধুরী, মোস্তাফিজুর রহমান মোল্লা, এছারাও উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক হেসাব উদ্দিন আব্বাসী, অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন ক্লাব সভাপতি রিন্টু মল্লিক,ও সমস্ত ক্লাব সদস্য বৃন্দ গন।