|
---|
লুতুব আলি : বর্ধমান, ৭ আগস্ট সাংবাদিকতার কর্মশালায় গঠনমূলক সমালোচনাকে প্রাধান্য দিলেন স্বপন দেবনাথ। ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শতবর্ষ উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার শাখার পক্ষ থেকে ৭ আগস্ট বর্ধমান রাজ কলেজে সাংবাদিকতার কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালার উদ্বোধনী ভাষণে রাজ্যের প্রাণিসম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, সাংবাদিকরা যদি সঠিক ভুলগুলি সংবাদে তুলে ধরেন তাহলে উন্নয়নের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করি। বস্তুতপক্ষে তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এর ওপর গুরুত্ব আরোপ করেন। মন্ত্রী আর ও বলেন, সত্য জিনিস প্রকাশিত হোক, সাংবাদিকরা আর ও নির্ভীক হোন। স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপট ও স্বাধীনতা সংগ্রামীদের প্রচারের আলোয় নিয়ে আসার জন্য এই ধরনের একটি সংবাদপত্র প্রকাশ করবার জন্য তিনি মতামত দেন। স্বপন দেবনাথ জানান, এখন জেলায় জেলায় অনেক কলেজে সাংবাদিকতার উপর কোর্স পড়ানো হচ্ছে ইদানিংকালের সাংবাদিকরা কোর্স করার খুব সহজেই সুযোগ পেয়ে যাচ্ছেন। এই কর্মশালায় স্বাগত ভাষণ দেন সংগঠনের পূর্ব বর্ধমান জেলার সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক অরূপ লাহা। কর্মশালায় বর্ষীয়ান সাংবাদিক রজত রায় বলেন, রাজ্য এবং সর্বভারতীয় ক্ষেত্রে মন্ত্রীরা যে প্রেস রিলিজ প্রকাশ করেন তা বিচার বিশ্লেষণ করে সংবাদ আকারে প্রকাশ করা উচিৎ। এ ব্যাপারে সাংবাদিকরা যেন স্টেনোগ্রাফারের ভূমিকা পালন না করেন সেজন্য তিনি সতর্ক করেন। কর্মশালায় বক্তব্য রাখেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি তথা রায়নার বিধায়ক শম্পা ধারা, বর্ধমান রাজ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. প্রদীপ কুমার বন্দোপাধ্যায়। কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির পক্ষে বিশিষ্ট সাংবাদিক শেখর সেনগুপ্ত, তারকনাথ রায়, বিশিষ্ট সাংবাদিক দেবাশীষ আইচ, নির্ণয় ভট্টাচার্য, বিনয় হাজরা প্রমুখ। সকলকে অভিবাদন জ্ঞাপন করেন সংগঠনের জেলা সম্পাদক অতনু হাজরা, সংগঠনের রাজ্য এক্সিকিউটিভ কমিটির সদস্য আমিনুর রহমান। এই কর্মশালায় শতাধিক শিক্ষানবিশ সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সঞ্চালনা করেন বিশিষ্ট সাংবাদিক জগন্নাথ ভৌমিক ও পার্থ চৌধুরী।