|
---|
নিজস্ব সংবাদদাতা, গড়বেতা: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার সিভিল আর্মি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে বৃহস্পতিবার গড়বেতা মাইতা অঞ্চলের কেওতাড়া গ্রামে স্যানিটাইজেশন কর্মসূচি অনুষ্ঠিত হলো।এই গ্রামের আটটি পরিবার করোনা আক্রান্ত ছিল এবং এই সমস্ত পরিবারগুলির মধ্যে দুজন সদস্য করোনা আক্রান্ত হয়ে মারাও যান। আক্রান্ত পরিবারে গুলোর বাড়িগুলোতে স্যানিটাইজেশনের প্রয়োজন ছিল ।আগে কেউ স্যানিটাইজেশনে এগিয়ে আসেনি নি।, সিভিল আর্মি স্বেচ্ছাসেবী সংস্থা খবর পেয়ে ওই আটটি বাড়িতে স্যানিটাইজ করে।